লুঙGuy তে আপনাকে স্বাগতম।
২০১৭ সালে আমার বাবা এবং ২০১৮ সালে ফুপা ব্রেন স্ট্রোক করেন এবং প্যারালাইজড হয়ে পড়েন। যার কারনে উনারা নিজেদের কাপড় নিজেরা পড়তে অথবা বিশেষ প্রয়োজনে অন্যের সাহায্য ছাড়া এডজাস্ট করতে পারতেন না।
এমতাবস্থায় আমরা লুঙ্গির একটি বিকল্প খুঁজতে থাকি যা পড়তে অন্যের সাহায্য লাগবে না এবং এডজাস্ট করতে বারবার খোলা বাধার প্রয়োজন পড়বে না।
এরই ধারাবাহিকতায় স্থানীয় টেইলর দ্বারা সাধারণ লুঙ্গির কোমরে ইলাস্টিক দিয়েবাবাকে পড়তে দেই। কিন্তু সেগুলোকে আমাদের ইউজার ফ্রেন্ডলি মনে হয় নি, প্রায়শই বাবা কিছু সমস্যার কথা বলতেন।
সবচেয়ে বেশি বলতেন মোর আরামদায়ক না এবং কোমরে ইলাস্টিকের দাগ পড়ে যায়। কোমরকে আরামদায়ক করার জন্য আমরা দুই বছরে অন্তত ২০ ধরনের পরিবর্তন এনেছি। এছাড়াও তিনি বলতেন দেখতে নরমাল লুঙ্গির মতো মনে হয়না! এটি যাতে স্কার্ট মনে না হয় এই সমস্যার সমাধানের জন্যও আমরা একাধিক ট্রায়াল রিডিজাইন করি, এবং আরো ইউজার ফ্রেইন্ডলি করার জন্য ইউজারদের থেকে ফিডব্যাক নিতে শুরু করি এবং সেই অনুযায়ী এডজাস্টমেন্ট করি।
ফলে অন্তত দুই বছর লেগে যায় একটি ইউজার ফ্রেইন্ডলি প্রডাক্ট ডেভেলপ করতে। অবশেষে আমরা একটি স্যাটিসফাইড প্রডাক্ট পাই যা অসাধারণ একটি সমস্যার সমাধান করে, সময় বাঁচায় এবং স্বস্তি দেয়।
উপরোক্ত কাজগুলো করতে গিয়ে আমরা দুই বন্ধু অনুধাবন করি যে বাবার মত আমাদের সমাজে আরো অনেক মানুষ আছেন, যারা সাহায্য ছাড়া লুঙ্গি পড়তে পারেন না।
সুতরাং এটি ব্যক্তি পর্যায়ের সমস্যা নয় বরং সামাজিক সমস্যা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের উচিত এই সমস্যার যে সমাধান আমরা খুঁজে পেয়েছি তা সকলের কাছে পৌঁছে দেয়া এবং সাশ্রয়ী মূল্যের সহজলভ্য করা।
তারই ধারাবাহিকতায় আমাদের এই ছোট্ট প্রয়াস।
আমরা নিজেদের তত্ত্বাবধানে পাবনা থেকে রোগীদের জন্য আরামদায়ক কাপড় বাছাই করি, সর্বোত্তম ট্রিটমেন্ট, নিখুঁত সেলাই ও ডিজাইন নিশ্চিত করে কাপড়টি ব্যবহারের উপযোগী করে তুলি।
যা আপনার সময় বাঁচাবে এবং আপনাকে দুশ্চিন্তা মুক্ত রাখবে।
আমরা আপনার অসুস্থ প্রিয়জনকে আরামদায়ক এবং ঝামেলা মুক্ত লুঙ্গি পড়ার অনুভূতি দিতে বদ্ধপরিকর।
ধন্যবাদ।